প্রতিবেদন রচনা : বৃক্ষরোপণ বিষয়ক সংবাদ প্রতিবেদন

 

✱বৃক্ষরোপণ বিষয়ক সংবাদ প্রতিবেদন


রৌমারীতে বৃক্ষরােপণ উৎসব

পিয়াস বাড়ৈ, রৌমারী, কুড়িগ্রাম, ২২ জুলাই ২০২১ ॥ রৌমারী উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ২১শে জুলাই বুধবার রৌমারী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরােপণ উৎসব পালন করা হয়। অনুষ্ঠানে রৌমারী উচ্চবিদ্যালয়সহ উপজেলার দশটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় পাঁচ শত শিক্ষার্থীর প্রত্যেকের মধ্যে একটি ফলদ ও একটি বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়। এর আগে রৌমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সভাপতিতে বৃক্ষরােপণ কর্মসূচির উদ্বোধন করেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মােহাম্মদ আমীন। এ সময়ে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে মােহাম্মদ আমীন পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরােপণের গুরুত্বের বিষয়ে শিক্ষার্থীদের সচেতন হতে বলেন। প্রতি বছর প্রত্যেকের বাড়ির ফাকা জায়গায় অন্তত দুইটি গাছের চারা রােপণের পরামর্শ দেন। এরপর বিদ্যালয়ের খেলার মাঠের উত্তর প্রান্তে একশাে মেহগনি, শিশু ও সেগুন গাছের চারা রােপণ করা হয়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.